হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৫৩৯
পরিচ্ছেদঃ ৫৬. দেহের অভ্যন্তর ভাগ থেকে, যেমন নাক দিয়ে রক্ত নিঃসরণ, বমন, রক্তমোণ ইত্যাদি ক্ষেত্রে উযু করা সম্পর্কে
৫৩৯(৯). ইবনুস সাওয়াফ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, সমুদ্রের পানি ফেরেশতাদের জন্য পবিত্র। তারা (পৃথিবীতে) অবতরণ করলে উযু করেন এবং (ঊর্ধ্ব জগতে) উঠে যেতেও উযু করেন।
بَابٌ فِي الْوُضُوءِ مِنَ الْخَارِجِ مِنَ الْبَدَنِ كَالرُّعَافِ وَالْقَيْءِ وَالْحِجَامَةِ وَنَحْوِهِ
حَدَّثَنَا ابْنُ الصَّوَّافِ ، نَا حَامِدٌ ، نَا سُرَيْجٌ ، نَا عَلِيُّ بْنُ ثَابِتٍ ، عَنْ نُعَيْمِ بْنِ ضَمْضَمِ ، عَنِ الضَّحَّاكِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : " الْبَحْرُ مَاءٌ طَهُورٌ لِلْمَلَائِكَةِ ، إِذَا نَزَلُوا تَوَضَّئُوا ، وَإِذَا صَعِدُوا تَوَضَّئُوا