পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা
২৩৯(১০). আবুল হাসান আল-মিসরী (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি জিনদের সাক্ষাতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উযুর জন্য নবীয পেশ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে উযু করলেন এবং বলেনঃ পবিত্র পানি। ইবনে লাহীয়া কর্তৃক বর্ণিত হাদীস গ্রহণযোগ্য নয়। আরো কথিত আছে যে, ইবনে মাসউদ (রাঃ) জিনদের সাক্ষাতের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংগে ছিলেন না। আলকামা ইবনে কায়েস, আবু উবায়দা ইবনে আবদুল্লাহ প্রমুখ তার থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি জিনদের সাক্ষাতের রাতে উপস্থিত ছিলাম না।
بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ
ثَنَا أَبُو الْحَسَنِ الْمِصْرِيُّ عَلِيُّ بْنُ مُحَمَّدٍ الْوَاعِظُ ، نَا أَبُو الزِّنْبَاعِ رَوْحُ بْنُ الْفَرَجِ ، نَا يَحْيَى بْنُ بُكَيْرٍ ، نَا ابْنُ لَهِيعَةَ ، حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ ، عَنْ حَنَشٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ ؛ أَنَّهُ وَضَّأَ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَيْلَةَ الْجِنِّ بِنَبِيذٍ فَتَوَضَّأَ بِهِ ، وَقَالَ : " شَرَابٌ وَطَهُورٌ " . ابْنُ لَهِيعَةَ لَا يُحْتَجُّ بِحَدِيثِهِ ، وَقِيلَ إِنَّ ابْنَ مَسْعُودٍ لَمْ يَشْهَدْ مَعَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - لَيْلَةَ الْجِنِّ . كَذَلِكَ رَوَاهُ عَلْقَمَةُ بْنُ قَيْسٍ ، وَأَبُو عُبَيْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ ، وَغَيْرُهُمَا عَنْهُ ؛ أَنَّهُ قَالَ : مَا شَهِدْتُ لَيْلَةَ الْجِنِّ