পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা
২৩৮(৯)। আবদুল বাকী ইবনে কানে’ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি পানি না পায় এবং নবীয পায়, তাহলে সে যেন নবীয দিয়ে উযু করে। আ’বান হলেন আবু আয়্যাশের পুত্র। তিনি প্রত্যাখ্যাত রাবী। আর মুজাআ হলেন দুর্বল রাবী। সঠিক হলো, ইকরিমা (রহঃ) হাদীসটি মারফুরূপে বর্ণনা করেননি।
بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ
نَا عَبْدُ الْبَاقِي بْنُ قَانِعٍ ، نَا السَّرِيُّ بْنُ سَهْلٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، نَا عَبْدُ اللَّهِ بْنُ رُشَيْدٍ ، نَا أَبُو عُبَيْدَةَ مُجَّاعَةُ بْنُ الزُّبَيْرِ ، عَنْ أَبَانَ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " إِذَا لَمْ يَجِدْ أَحَدُكُمْ مَاءً وَوَجَدَ النَّبِيذَ فَلْيَتَوَضَّأْ بِهِ " . أَبَانُ هُوَ ابْنُ أَبِي عَيَّاشٍ مَتْرُوكُ الْحَدِيثِ ، وَمُجَّاعَةُ ضَعِيفٌ ، وَالْمَحْفُوظُ أَنَّهُ رَأْيُ عِكْرِمَةَ غَيْرُ مَرْفُوعٍ