হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৬

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

২১৬(২৩). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) .... জাফার ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। আলী (রাঃ)-কে বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটি হিংস্র, কিন্তু ক্ষতিকর নয়।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ ، نَا مَسْعَدَةُ بْنُ الْيَسَعِ ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ ، عَنْ أَبِيهِ ؛ أَنَّ عَلِيًّا سُئِلَ عَنْ سُؤْرِ السِّنَّوْرِ ، فَقَالَ : هِيَ مِنَ السِّبَاعِ ، وَلَا بَأْسَ بِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ