হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯৫

পরিচ্ছেদঃ ২৩. বিড়ালের উচ্ছিষ্ট

১৯৫(২). আবু বাকর আন-নায়াপুরী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) থেকে বিড়ালের উচ্ছিষ্ট সম্পর্কে বর্ণিত আছে যে, তা ফেলে দিতে হবে এবং পাত্রটি একবার অথবা দুইবার ধৌত করতে হবে। এটি মাওকুফ হাদীস।

بَابُ سُؤْرِ الْهِرَّةِ

ثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا مُحَمَّدُ بْنُ يَحْيَى ، أَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ ، نَا هِشَامٌ ، عَنْ مُحَمَّدٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ فِي سُؤْرِ الْهِرِّ : يُهْرَاقُ وَيُغْسَلُ الْإِنَاءُ مَرَّةً أَوْ مَرَّتَيْنِ . مَوْقُوفٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ