হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৯৬

পরিচ্ছেদঃ ১৪. দু ‘ঈদের সালাত - ঈদের সালাতে যা পড়তে হবে

৪৯৬. আবূ ওয়াকিদ আল-লাইসী থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ’ঈদুল ফিতর ও ’ঈদুল আযহার সালাতে সূরা ’ক্কাফ’ ও সূরা ’ইকতারাবাত (সূরা ক্বামার)’ পাঠ করতেন।[1]

وَعَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ قَالَ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يَقْرَأُ فِي الْأَضْحَى وَالْفِطْرِ بِـ (ق) , وَ (اقْتَرَبَتْ) أَخْرَجَهُ مُسْلِمٌ صحيح. رواه مسلم (891)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ