হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৫৫

পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - মসজিদে কবিতা পাঠ করার বিধান

২৫৫. আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত যে, ’উমার (রাঃ) হাসসান (রাঃ)-কে মসজিদে কবিতা পাঠরত অবস্থায় পেয়ে তার দিকে অসন্তুষ্টির ভাব নিয়ে দৃষ্টি করলেন। ফলে হাসসান (রাঃ) তাকে বললেনঃ এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তির উপস্থিতিতেও আমি কবিতা আবূত্তি করতাম। (অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপস্থিতিতে)।[1]

وَعَنْهُ - رضي الله عنه: أَنَّ عُمَرَ - رضي الله عنه - مُرَّ بِحَسَّانَ يَنْشُدُ فِي الْمَسْجِدِ, فَلَحَظَ إِلَيْهِ, فَقَالَ: قَدْ كُنْتُ أَنْشُدُ, وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ. مُتَّفَقٌ عَلَيْهِ - صحيح. رواه البخاري (3212)، ومسلم (2485)


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ