হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২১৭

পরিচ্ছেদঃ ৩. সালাতের শর্তসমূহ - সালাতে কবরকে সামনে রাখা নিষেধ

২১৭. আবূ মারসাদ আল-গানবী (রাঃ) থেকে বর্ণিত— তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি তিনি বলেছেন, তোমরা কবরকে সামনে রেখে সালাত আদায় করবে না ও তার উপর বসো না।[1]

وَعَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ - رضي الله عنه - قَالَ: سَمِعْتَ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «لَا تُصَلُّوا إِلَى الْقُبُورِ, وَلَا تَجْلِسُوا عَلَيْهَا». رَوَاهُ مُسْلِمٌ - صحيح. رواه مسلم (972) وفي «أ»: «أخرجه» بدل: رواه


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ