হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
২০২
পরিচ্ছেদঃ ২. আযান (সালাতের জন্য আহ্বান) - আযান মুয়াযযিনের দায়িত্বে আর ইক্বামত নির্ভরশীল ইমামের উপর
২০২। বাইহাকীতে অনুরূপ একটি হাদীস ’আলী (রাঃ)-এর বচন বলে বর্ণিত।[1]
[1] মাওকুফ হিসাবে সহীহ। বায়হাকী ২/১৯; তার হাদীসের শব্দ হচ্ছে: المؤذن أملك بالأذان، والإمام أملك بالإقامة মুয়াজ্জিনের হক আযান দেয়া আর ইমামের হক হলো ইকামত দেয়া। ইমাম বাইহাকী তাঁর সুনান আল কুবরা (২/১৯) গ্রন্থে বলেন, হাদীসটি মারফু সূত্রে বর্ণিত, আর এটি মাহফুয নয়।
وَلِلْبَيْهَقِيِّ نَحْوُهُ: عَنْ عَلِيٍّ مِنْ قَوْلِهِ - صحيح موقوفا. رواه البيهقي (2/ 19) ولفظه: المؤذن أملك بالأذان، والإمام أملك بالإقامة