পরিচ্ছেদঃ ৮. গোসল ও যৌন অপবিত্র ব্যক্তির (জুনুবী) হুকুম - স্বামী-স্ত্রী একই পাত্রে একসাথে গোসল করার বিধান
১২৩। আয়িশা (রাঃ) থেকেই বর্ণিত। তিনি বলেন, “আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র (এর পানি) থেকে জানবাতের (ফরয) গোসল করতাম, তাতে আমাদের পরস্পরের হাত পাত্রের মধ্যে আসা যাওয়া করতো”।[1]
ইবনু হিব্বানে অতিরিক্ত শব্দ এসেছে : আমাদের দু’জনের হাত পরস্পরের হাতকে স্পর্শ করতো’।[2]
وَعَنْهَا قَالَتْ: كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَرَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - مِنْ إِنَاءٍ وَاحِدٍ, تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ مِنَ الْجَنَابَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ زَادَ ابْنُ حِبَّانَ: وَتَلْتَقِي - صحيح. رواه البخاري (261)، ومسلم (321) (45)، وليس عند البخاري لفظه: من الجنابة ابن حبان برقم (1111) وسندها صحيح، إلا أن الحافظ في «الفتح» (1/ 373) مال إلى أنها مدرجة
Narrated `A'ishah (RAA):
I and Allah's Messenger (Peace be upon him) took a Ghusl (bath) due to sexual impurity from the same vessel and our hands alternated into it. [Agreed upon.]
Narrated `A'ishah (RAA):
Ibn Hibban added "and (our hands) met."