হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১১৫৫
পরিচ্ছেদঃ
১১৫৫। ৭৮৮ নং হাদীস দ্রষ্টব্য।
৭৮৮। আলী (রাঃ) বলেছেন, সুফফাবাসীর মধ্য থেকে একজন দুই দিনার কিংবা দুই দিরহাম রেখে মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ওই মুদ্রা দু’টি তো সেঁকা দেয়ার মুদ্রা। তোমরা তোমাদের সাথীদের জানাযার নামায পড়।
[এই সানাদে হাদিসটি দুর্বল]
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ