হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২০৫০

পরিচ্ছেদঃ জুয়া খেলা

(২০৫০) আব্দুল্লাহ বিন আমর বিন আস (রাঃ) এর মতে এক শ্রেণীর খেলা জুয়ারূপে (অর্থের বাজি রেখে) খেললে শূকরের মাংস খাওয়ার মতো পাপ হয় এবং অর্থের বাজি না রেখে জুয়ার মতো না খেললেও তা শূকরের রক্তে হাত ডোবানোর মত পাপ হয়।

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو بْنِ الْعَاصِ قَالَ: "اللَّاعِبُ بِالْفُصَّيْـنِ قِمَارًا كَآكِلِ لَـحْمِ الْـخِنْـزِيرِ وَاللَّاعِبُ بِهِمَا غَيْرَ قِمَارٍ كَالْغَامِسِ يَدَهُ فِي دَمِ خِنْـزِيْرِ"


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ