হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
২৪৭

পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়কালে ক্ৰন্দন করতেন:

২৪৭. আবদুল্লাহ ইবনে শিখখীর হতে বর্ণিত, তিনি তার পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপস্থিত হয়ে দেখতে পেলাম যে, তিনি সালাত আদায় করছেন। এমতাবস্থায় তাঁর বক্ষদেশ হতে কান্নার এমন শব্দ বের হচ্ছে, যেমন চুলার উপর রাখা পাত্র হতে টগবগ শব্দ শোনা যায়।[1]

حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ ، قَالَ : حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارِكِ ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ ، عَنْ ثَابِتٍ ، عَنْ مُطَرِّفٍ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ، عَنْ أَبِيهِ ، قَالَ : " أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُصَلِّي , وَلِجَوْفِهِ أَزِيزٌ كَأَزِيزِ الْمِرْجَلِ مِنَ الْبُكَاءِ " .


'Abdullah bin Shikh-kheer Radiyallahu 'Anhu says: ''I attended the noble assembly of Rasulullah Sallallahu 'Alayhi Wasallam. He was performing salaah. Because of his crying, such sound emmitted from his chest, like that of a boiling pot''.

This was due to the total humbleness of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam. Some mashaa-ikh have written that this state of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam occurred when both the jalaali and jamaali attribute of Allah appeared together. None can control the jalaali attributes. Certainly, when the jamaali attributes appeared, at that time a sort of happiness and contentment became apparent. Through the tufayl (mediation/means) of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam the mashaa-ikh of suluk also experience these two conditions.