হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
১৯৯

পরিচ্ছেদঃ

রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করতে না পারলে দিনে তা আদায় করে নিতেন:

১৯৯. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। যদি কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদ্রা বা প্রবল ঘুমের চাপের কারণে তাহাজ্জুদ আদায় করতে না পারতেন, তাহলে তিনি দিনে (চাশতের সময়) ১২ রাক’আত সালাত আদায় করে নিতেন।[1]

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ قَتَادَةَ ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ ، عَنْ عَائِشَةَ : " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا لَمْ يُصَلِّ بِاللَّيْلِ , مَنَعَهُ مِنْ ذَلِكَ النَّوْمُ ، أَوْ غَلَبَتْهُ عَيْنَاهُ , صَلَّى مِنَ النَّهَارِ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً " .


'Aayeshah Radiyallahu 'Anha reports that whenever Rasulullah Sallallahu 'Alayhi Wasallam could not perform the tahajjud because of some reason. He performed twelve rak'ahs in the day (at the time of chaasht-before midday).

এ হাদীস থেকে প্রমাণিত হয় যে, কারণবসত রাতের নফল ইবাদাত আদায় করতে সমর্থ না হলে তৎপরিমাণ ইবাদাত দিনের বেলায় করে নেয়া যায়।


If tahajjud was fard on Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam then it is apparent that he performed qadaa. If it was not fard then he performed qadaa because of it being meritorious and full of virtue.'In the Sahih Muslim, Sayyidina 'Umar Radiyallahu 'Anhu relates a saying of Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam that 'If a person could not fulfil his wird (daily practices) and ma'mul (regular practices) at night, one should complete them anytime in the

morning before noon. It will be just as if he had completed them at night'. The mashaa-ikh of suluk (spiritual guides) take from this that if one cannot get through one's daily and regular practices at night, one should complete them in the morning. Because of the time passing by, one should not ignore it, otherwise the nafs will become accustomed to it.