হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪৫০২

পরিচ্ছেদঃ ১৯. গর্ভের-সন্তান দিয়াত সম্পর্কে।

৪৫০২. মূসা ইবন ইসমাঈল (রহঃ) ..... উমার (রাঃ) হতে এরূপই বর্ণিত আছে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ এ হাদীছ হাম্মাদ ইবন যায়দ (রহঃ) এবং হাম্মাদ ইবন সালামা (রহঃ) হিশাম ইবন উরওয়া (রহঃ) সূত্রে উরওয়া (রহঃ) থেকে বর্ণনা করেছেন যে, উমার (রাঃ) বলেছেন।

ইমাম আবূ দাউদ (রহঃ) বলেনঃ আমি আবূ উবায়দা (রাঃ) থেকে জানতে পেরেছি যে, গর্ভর্তপাতকে ’ইমলাস’ বলা হয়। আর ’ইমলাস’ অর্থ পিছলানো। কেননা, গর্ভবতী স্ত্রীলোক প্রসাবের সময় বাচ্চাকে পিছলিয়ে দেয়। এভাবে যদি কিছু হাত থেকে পিছলে যায়, তবে তাকে ’মালাস’ বলা হয়।

باب دِيَةِ الْجَنِينِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنَ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنْ عُمَرَ، بِمَعْنَاهُ ‏.‏ قَالَ أَبُو دَاوُدَ رَوَاهُ حَمَّادُ بْنُ زَيْدٍ وَحَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عُمَرَ، قَالَ ‏.‏


The tradition mentioned above has also been transmitted by 'Umar through a different chain of narrators to the same effect.

Abu Dawud said:
Hammad b. Zaid and Hammad b. Salamah transmitted it from Hisham b. 'Arubah on his father's authority who said that 'Umar said...


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ