হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩৮
পরিচ্ছেদঃ ১/২৩. মুনাফিকের স্বভাবের বর্ণনা।
৩৮. আবূ হুরায়রাহ্ (রাযি.) থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন তিনটিঃ ১. যখন কথা বলে মিথ্যা বলে; ২. যখন অঙ্গীকার করে ভঙ্গ করে এবং ৩. আমানত রাখা হলে খিয়ানাত করে।
সহীহুল বুখারী, পৰ্ব ২: ঈমান, অধ্যায় ২৪, হাঃ ৩৩; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ২৫, হাঃ ৫৯
بَاب خِصَالِ الْمُنَافِقِ
حَدِيْثُ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ إِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا وَعَدَ أَخْلَفَ وَإِذَا اؤْتُمِنَ خَانَ