হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
security code
৪২৭

পরিচ্ছেদঃ ৫১: আল্লাহর দয়ার আশা রাখার গুরুত্ব

১১/৪২৭। উক্ত সাহাবী  [আবূ হুরায়রাহ] রাদিয়াল্লাহু ’আনহু থেকেই বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’সেই মহান সত্তার কসম যাঁর হাতে আমার প্রাণ আছে! যদি তোমরা পাপ না কর, তাহলে আল্লাহ তোমাদেরকে অপসারিত করবেন এবং এমন জাতির আবির্ভাব ঘটাবেন যারা পাপ করবে, অতঃপর আল্লাহর নিকট ক্ষমা চাইবে। আর তিনি তাদেরকে ক্ষমা করে দেবেন।’’ (মুসলিম) [1]

بَابُ الرَّجَاءِ - (51)

وَعَنهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم: «والَّذِي نَفْسِي بِيَدِهِ، لَوْ لَمْ تُذْنِبُوا، لَذَهَبَ الله بِكُمْ، وَجَاءَ بِقَومٍ يُذْنِبُونَ، فَيَسْتَغْفِرُونَ اللهَ تَعَالَى، فَيَغْفِرُ لَهُمْ ». رواه مسلم

(51) Chapter: Hope in Allah's Mercy


Abu Hurairah (May Allah be pleased with him) reported:
Messenger of Allah (ﷺ) said, "By the One in Whose Hand my soul is, were you not to commit sins, Allah would replace you with a people who would commit sins and then seek forgiveness from Allah; and Allah would forgive them".

[Muslim].

Commentary: This Hadith also tells us that Allah has a profound liking for such people who are penitent and seek pardon for their sins from Him. So much so that if such people cease to exist who neither commit sins nor seek pardon from Him, He will create people who will do so. It does not, however, mean that He likes sins or the sinful persons. What it really means is that He likes penitence and the penitents. This is the true purport of this Hadith.
It also means that it is natural for man to commit sins, and that Allah loves whenever a slave commits a sin to rush and beg for His forgiveness. (Editor's Note).


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ