হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
১২৬
পরিচ্ছেদঃ ১৩: পুণ্যের পথ অনেক
তাওহীদ পাবলিকেশন নাম্বারঃ ১২৬, আন্তর্জাতিক নাম্বারঃ ১২৪
৮/১২৬। উক্ত আবূ হুরাইরাহ রাদিয়াল্লাহু ’আনহু থেকেই বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ’’হে মুসলিম নারীগণ! কোন প্রতিবেশিনী যেন প্রতিবেশিনীর (উপঢৌকনকে) অবশ্যই তুচ্ছ না ভাবে। যদিও তা ছাগলের খুর হয়।’’[1]
[1] সহীহুল বুখারী ৬০১৭, ২৫৬৬, মুসলিম ১০৩০, তিরমিযী ২১৩০, আহমাদ ৭৫৩৭, ৮০০৫, ৯২৯৭, ১০০২৯
(13) - باب بيان كثرة طرق الخير.
الثامن: عنه قال رسول الله صلى الله عليه وسلم: " يا نساء المسلمات لا تحقرن جارة لجارتها ولو فرسن شاة" (متفق عليه).
(13) Chapter: Numerous ways of doing Good
Abu Hurairah (May Allah be pleased with him) reported:
O Muslim women, never belittle any gift you give your neighbor even if it is a hoof of a sheep".
[Al-Bukhari and Muslim]