পরিচ্ছেদঃ নামায অবস্থায় এদিক ওদিক তাকানো
আলোকিত প্রকাশনী নাম্বারঃ ৪২৭, আন্তর্জাতিক নাম্বারঃ ৭৫১
৪২৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এটি হল এক প্রকার চুরি, যা শয়তান বান্দার নামায থেকে করে থাকে।
باب الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ
৪২৭ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ عَنِ الالْتِفَاتِ فِي الصَّلاةِ، فَقَالَ هُوَ اخْتِلاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاةِ الْعَبْدِ
৪২৭ـ عن عاىشة رضي الله عنها قالت: سالت رسول الله عن الالتفات في الصلاة، فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد
To look hither and thither in As-Salat (the prayer)
Narrated `Aisha:
I asked Allah's Messenger (ﷺ) about looking hither and thither in prayer. He replied, "It is a way of stealing by which Satan takes away (a portion) from the prayer of a person."
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
১০. কিতাবুল আযান (كتاب الأذان) Call to Prayers (Adhaan)