লগইন করুন
পরিচ্ছেদঃ নামায অবস্থায় এদিক ওদিক তাকানো
৪২৭) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ একদা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নামাযের মধ্যে এদিক ওদিক তাকানো সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ এটি হল এক প্রকার চুরি, যা শয়তান বান্দার নামায থেকে করে থাকে।
باب الاِلْتِفَاتِ فِي الصَّلاَةِ
৪২৭ـ عَنْ عَائِشَةَ رَضِيَ الله عَنْهَا قَالَتْ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ عَنِ الالْتِفَاتِ فِي الصَّلاةِ، فَقَالَ هُوَ اخْتِلاسٌ يَخْتَلِسُهُ الشَّيْطَانُ مِنْ صَلاةِ الْعَبْدِ
To look hither and thither in As-Salat (the prayer)
Narrated `Aisha:
I asked Allah's Messenger (ﷺ) about looking hither and thither in prayer. He replied, "It is a way of stealing by which Satan takes away (a portion) from the prayer of a person."