পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার নিকট কতিপয় ভাল লোক উপস্থিত হলেন। তাদের মধ্যে আমার নিকট সবচেয়ে ভাল ছিলেন উমার (রাঃ)। তারা আমার কাছে সাক্ষ্য দিলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাযের পর সূর্য পরিষ্কার রূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন। এমনি তিনি আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায (নফল নামায) পড়তে নিষেধ করেছেন।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫২- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ، وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ: أَنَّ النَّبِيَّ نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ. (بخارى:৫৮১)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
"The Prophet (ﷺ) forbade praying after the Fajr prayer till the sun rises and after the `Asr prayer till the sun sets."
Narrated Ibn `Abbas:
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৩) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ তোমরা নামায পড়ার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের অপেক্ষায় থেকোনা।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৩ـ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ لا تَحَرَّوْا بِصَلاتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلا غُرُوبَهَا. (بخارى:৫৮২)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
Ibn `Umar said, "Allah's Messenger (ﷺ) said, 'Do not pray at the time of sunrise and at the time of sunset.'
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৪) আব্দুল্লাহ ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেনঃ যখন সূর্যের কিনারা প্রকাশিত হতে শুরু করে তখন নামায থেকে বিরত থাক। যতক্ষণ না সূর্য ভালরূপে উদিত হয় এবং যখন সূর্যের কিনারা অস্তমিত হতে থাকে তখন নামায হতে বিরত থাক। যতক্ষণ না সূর্য পূর্ণরূপে অস্তমিত হয়।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৪ـ قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ الله عَنْهُمَا: قَالَ رَسُولُ اللَّهِ إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاةَ حَتَّى تَرْتَفِعَ، وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاةَ حَتَّى تَغِيبَ. (بخاري:৫৮৩)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
" Ibn `Umar said, "Allah's Messenger (ﷺ) said, 'If the edge of the sun appears (above the horizon) delay the prayer till it becomes high, and if the edge of the sun disappears, delay the prayer till it sets (disappears completely).' "
পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান
৩৫৫) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দু’প্রকার ক্রয়-বিক্রয় এবং দু’প্রকার পোষাক পরিধান করতে নিষেধ করেছেন। তিনি আরও নিষেধ করেছেন দু’সময়ে নামায পড়তে। ফজরের নামাযের পর সূর্য ভালভাবে উঠার পূর্বে এবং আসরের নামাযের পর সূর্য ভালভাবে ডুবার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন।
টিকাঃ তবে ঐ দিনের ফজর বা আসরের কাযা নামায অর্থাৎ ফজরের ছুটে যাওয়া নামায ফজরের পর এবং আসরের ছুটে যাওয়া নামায আসরের পর, তাহিয়াতুল মসজিদ, সিজদায়ে তেলাওয়াত, সিজদায়ে শোকর ও জানাযার নামায নিষিদ্ধ সময়েও পড়া যাবে। এ মর্মে সহীহ হাদীছ বর্ণিত হয়েছে।
باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ
৩৫৫ـ عَنْ أَبِي هُرَيْرَةَ : أَنَّ رَسُولَ اللَّهِ نَهَى عَنْ بَيْعَتَيْنِ، وَعَنْ لِبْسَتَيْنِ، وَعَنْ صَلاتَيْنِ، نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ. (بخارى:৫৮৪)
What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.
Narrated Abu Huraira:
Allah's Messenger (ﷺ) forbade two kinds of sales, two kinds of dresses, and two prayers. He forbade offering prayers after the Fajr prayer till the rising of the sun and after the `Asr prayer till its setting.