৩৫২

পরিচ্ছেদঃ ফজরের নামাযের পর সূর্য পূর্ণরূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়ার বিধান

৩৫২) আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমার নিকট কতিপয় ভাল লোক উপস্থিত হলেন। তাদের মধ্যে আমার নিকট সবচেয়ে ভাল ছিলেন উমার (রাঃ)। তারা আমার কাছে সাক্ষ্য দিলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের নামাযের পর সূর্য পরিষ্কার রূপে উদিত হওয়ার পূর্বে নামায পড়তে নিষেধ করেছেন। এমনি তিনি আসরের নামাযের পর সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত নামায (নফল নামায) পড়তে নিষেধ করেছেন।

باب الصَّلاَةِ بَعْدَ الْفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ

৩৫২- عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ، وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ: أَنَّ النَّبِيَّ نَهَى عَنِ الصَّلاةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ. (بخارى:৫৮১)

৩৫২- عن ابن عباس قال: شهد عندي رجال مرضيون، وارضاهم عندي عمر: ان النبي نهى عن الصلاة بعد الصبح حتى تشرق الشمس، وبعد العصر حتى تغرب. (بخارى:৫৮১)

What is said regarding the offering of As-Salat (the prayers) between the Fajr prayer and sunrise.


"The Prophet (ﷺ) forbade praying after the Fajr prayer till the sun rises and after the `Asr prayer till the sun sets."

Narrated Ibn `Abbas:


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
মুখতাসার সহীহ আল-বুখারী
৯. নামাযের সময় (كتاب مواقيت الصلاة)