পরিচ্ছেদঃ অযু ভঙ্গ না হলেও অযু করা
১৬২) আনাস বিন মালেক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক নামাযের পূর্বে অযু করতেন। আনাস (রাঃ) বলেনঃ আমাদের এক অযুই যথেষ্ট ছিল যতক্ষণ পর্যন্ত পূর্বের অযু নষ্ট না হত।
টিকাঃ অযু থাকার দৃঢ় বিশ্বাস হলে কিংবা প্রবল প্রাপ্ত ধারণা থাকা পর্যন্ত প্রত্যেক নামাযের জন্য অযু নবায়ন করা জরুরী নয়। অযু থাকা পর্যন্ত যত ওয়াক্ত হউক পুরাতন অযু দ্বারা নামায পড়া চলবে। অযু নবায়ন করতে চাইলেও তা করতে পারে।
ইসলামিক সেন্টারঃ ২০৮
باب الْوُضُوءِ مِنْ غَيْرِ حَدَثٍ
১৬২ـ عَنْ أَنَسٍ قَالَ: كَانَ النَّبِيُّ يَتَوَضَّأُ عِنْدَ كُلِّ صَلاةٍ، وكان يُجْزِئُ أَحَدَنَا الْوُضُوءُ مَا لَمْ يُحْدِثْ.
To perform ablution even on having no Hadath
Narrated `Amr bin `Amir:
Anas said, "The Prophet (ﷺ) used to perform ablution for every prayer." I asked Anas, "What did you used to do?' Anas replied, "We used to pray with the same ablution until we break it with Hadath."