পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩১. মুহাম্মাদ ইবনু ‘আলী ইবনু হারব (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) বলেছেন: আমাকে মিরাজের রাতে একটি লাল টিলার নিকট মূসা আলায়হিস সালাম-এর কাছে নিয়ে যাওয়া হলো। তিনি তখন তার কবরে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ حَرْبٍ، قال: حَدَّثَنَا مُعَاذُ بْنُ خَالِدٍ، قال: أَنْبَأَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْثَابِتٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَتَيْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۴۰۳) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1632 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas bin Malik that: The Messenger of Allah (ﷺ) said: On the night on which I was taken on the Night Journey (Al-Isra') I came to Musa, peace be upon him, at the red dune, and he was standing, praying in his grave.
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩২. ‘আব্বাস ইবনু মুহাম্মাদ (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) বলেছেন: আমি একটি লাল টিলার সন্নিকটে মূসা আলায়হিস সালাম-এর নিকট গিয়েছিলাম। তিনি তখন দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আবূ আবদুর রহমান (নাসায়ী) বলেন, অত্র সনদসহ এ হাদীসটি মু'আয ইবনু খালিদ-এর হাদীস হতে আমার নিকট অধিক সঠিক।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، وَثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَتَيْتُ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هَذَا أَوْلَى بِالصَّوَابِ عِنْدَنَا مِنْ حَدِيثِ مُعَاذِ بْنِ خَالِدٍ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/الفضائل ۴۲ (۲۳۷۵)، (تحفة الأشراف: ۸۸۲)، مسند احمد ۳/۱۲۰، ۱۴۸، ۲۴۸ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1633 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas bin Malik that: The Messenger of Allah (ﷺ) said: On the night on which I was taken on the Night Journey (Al-Isra') I came to Musa, peace be upon him, at the red dune, and he was standing, praying in his grave.
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩৩. আহমাদ ইবনু সাঈদ (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: আমি মূসা আলায়হিস সালাম-এর কবরের কাছে গিয়েছিলাম, তিনি তখন নিজ কবরে সালাত আদায় করছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ، قال: حَدَّثَنَا حَبَّانُ، قال: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قال: أَنْبَأَنَا ثَابِتٌ، وَسُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْأَنَسٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَرَرْتُ عَلَى قَبْرِ مُوسَى عَلَيْهِ السَّلَام وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1634 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas that: The Prophet (ﷺ) said: I passed by the grave of Musa, peace be upon him, and he was praying in his grave.
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩৪. আলী ইবনু খশরম (রহ.) ..... আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) বলেছেন: আমি মি'রাজের রাতে মূসা আলায়হিস সালাম-এর নিকট দিয়ে অতিক্রম করছিলাম। তখন তিনি নিজ কবরে সালাত আদায় করছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، قال: حَدَّثَنَا عِيسَى، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قال: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳۳ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1635 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated that Anas bin Malik said: The Messenger of Allah (ﷺ) said: 'On the night on which I was taken on the Night Journey, I passed by Musa, peace be upon him, and he was praying in his grave.'
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩৫. মুহাম্মাদ ইবনু 'আবদুল আ'লা (রহ.) .... আনাস (রাঃ) হতে বর্ণিত। নবী (সা.) মি'রাজের রাতে মূসা আলায়হিস-এর নিকট দিয়ে অতিক্রম করছিলেন, তখন তিনি নিজ কবরে সালাত আদায় করেছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قال: حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: انظر حدیث رقم: ۱۶۳۲ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1636 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas that: On the night on which he was taken on the Night Journey, the Prophet (ﷺ) passed by Musa, peace be upon him, and he was praying in his grave.
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩৬. ইয়াহইয়া ইবনু হাবীব ইবনু ‘আরাবী (রহ.) ..... মু'তামির-এর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমাকে নবী (সা.) -এর কোন কোন সাহাবী খবর দিয়েছেন যে, নবী (সা.) মিরাজের রাতে মূসা আলায়হিস সালাম-এর নিকট দিয়ে অতিক্রম করছিলেন। তখন তিনি নিজ কবরে সালাত আদায় করছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ، وَإِسْمَاعِيل بْنُ مَسْعُودٍ، قَالَا: حَدَّثَنَا مُعْتَمِرٌ، قال: سَمِعْتُ أَبِي، قال: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: أَخْبَرَنِي بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۱۵۵۳۳)، مسند احمد ۵/۵۹، ۳۶۲، ۳۶۵ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1637 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
Mu'tamir said: I heard my father say: I heard Anas say: 'One of the companions of the Prophet (ﷺ) told me that on the Night Journey, the Prophet (ﷺ) passed by Musa, peace be upon him, and he was praying in his grave.'
পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩৭. কুতায়বাহ (রহ.) ... নবী (সা.)-এর কোন এক সাহাবী হতে বর্ণিত। নবী (সা.) বলেছেন: মিরাজের রাতে আমি মূসা আলায়হিস সালাম-এর নিকট দিয়ে অতিক্রম করছিলাম। তখন তিনি নিজ কবরে সালাত আদায় করছিলেন।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَنَسٍ، عَنْ بَعْضِ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَيْلَةَ أُسْرِيَ بِي مَرَرْتُ عَلَى مُوسَى وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ .
تخریج دارالدعوہ: انظر ما قبلہ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1638 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas, from on of the companions of the Prophet (ﷺ), that: The Prophet (ﷺ) said: 'On the night on which I was taken on the Night Journey, I passed by Musa and he was praying in his grave.'