পরিচ্ছেদঃ ১৫: আল্লাহর নবী মূসা আলায়হিস সালাম-এর সালাত আদায় করা এবং এ হাদীসে সুলায়মান আত্ তায়মী (রাঃ)-এর বিবরণের মধ্যে পার্থক্যের উল্লেখ
১৬৩২. ‘আব্বাস ইবনু মুহাম্মাদ (রহ.) ..... আনাস (রাঃ) হতে বর্ণিত। রসূলুল্লাহ (সা.) বলেছেন: আমি একটি লাল টিলার সন্নিকটে মূসা আলায়হিস সালাম-এর নিকট গিয়েছিলাম। তিনি তখন দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। আবূ আবদুর রহমান (নাসায়ী) বলেন, অত্র সনদসহ এ হাদীসটি মু'আয ইবনু খালিদ-এর হাদীস হতে আমার নিকট অধিক সঠিক।
باب ذِكْرِ صَلاَةِ نَبِيِّ اللَّهِ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ وَذِكْرِ الاِخْتِلاَفِ عَلَى سُلَيْمَانَ التَّيْمِيِّ فِيهِ
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، قال: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، وَثَابِتٍ، عَنْ أَنَسٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: أَتَيْتُ عَلَى مُوسَى عَلَيْهِ السَّلَام عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ وَهُوَ قَائِمٌ يُصَلِّي ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: هَذَا أَوْلَى بِالصَّوَابِ عِنْدَنَا مِنْ حَدِيثِ مُعَاذِ بْنِ خَالِدٍ وَاللَّهُ تَعَالَى أَعْلَمُ. تخریج دارالدعوہ: صحیح مسلم/الفضائل ۴۲ (۲۳۷۵)، (تحفة الأشراف: ۸۸۲)، مسند احمد ۳/۱۲۰، ۱۴۸، ۲۴۸ (صحیح) صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1633 - صحيح
Mentioning the prayer of Prophet Musa and the different reports from Sulaiman At-Taimi about it
It was narrated from Anas bin Malik that: The Messenger of Allah (ﷺ) said: On the night on which I was taken on the Night Journey (Al-Isra') I came to Musa, peace be upon him, at the red dune, and he was standing, praying in his grave.