পরিচ্ছেদঃ ২৫: ইমামের খুৎবায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া
১৪০৫. মুহাম্মাদ ইবনু বাশশার (রহ.) ..... ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ (সা.) (একদিন) আমাদের সামনে খুৎবা দিলেন। তিনি বললেন, যখন তোমাদের কেউ জুমু'আর সালাত আদায় করার জন্যে যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন গোসল করে নেয়।
بَابُ حَضِّ الإِمَامِ فِي خُطْبَتِهِ عَلَى الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قال: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قال: حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قال: خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِذَا رَاحَ أَحَدُكُمْ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۷۶۵۰)، مسند احمد ۲/۷۷ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1406 - صحيح
The Imam Urging Ghusl During His Khutbah On Friday
It was narrated that Ibn 'Umar said: The Messenger of Allah (ﷺ) delivered a khutbah and said: 'When any one of you wants to go to Jumu'ah, let him perform ghusl.'
পরিচ্ছেদঃ ২৫: ইমামের খুৎবায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া
১৪০৬. মুহাম্মাদ ইবনু সালামাহ (রহ.).. ইবরাহীম ইবনু নাশিত (রহ.) হতে বর্ণিত। তিনি ইবনু শিহাব (রহ.)-কে জুমু'আর দিনের গোসল করা সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, 'তা হলো সুন্নাত'। তিনি আরও বলেন, আমার কাছে এ সম্পর্কে সালিম ইবনু আবদুল্লাহ তাঁর পিতা [আবদুল্লাহ (রাঃ)] হতে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ (সা.) এ সম্পর্কে মিম্বারের উপরে আলোচনা করেছেন।
بَابُ حَضِّ الإِمَامِ فِي خُطْبَتِهِ عَلَى الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قال: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ نَشِيطٍ، أَنَّهُ سَأَلَ ابْنَ شِهَابٍ عَنِ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ، فَقَالَ: سُنَّةٌ، وَقَدْ حَدَّثَنِي بِهِ سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَكَلَّمَ بِهَا عَلَى الْمِنْبَرِ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۶۸۰۵)، مسند احمد ۲/۳۵ (صحیح الإسناد)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1407 - صحيح الإسناد
The Imam Urging Ghusl During His Khutbah On Friday
It was narrated from Ibrahim bin Nashit that: He asked Ibn Shihab about ghusl on Friday. He said: It is a sunnah; Salim bin 'Abdullah told me, narrating from his father, that the Messenger of Allah (ﷺ) spoke about it from the minbar.
পরিচ্ছেদঃ ২৫: ইমামের খুৎবায় জুমু'আর দিনে গোসল করার প্রতি উৎসাহ দেয়া
১৪০৭. কুতায়বাহ্ (রহ.) ..... ইবনু 'উমার (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (সা.) হতে বর্ণিত। তিনি মিম্বারের উপরে দাঁড়ানো অবস্থায় বলেছেন যে, তোমাদের মধ্যে যে জুমু'আয় আসতে চায় সে যেন গোসল করে নেয়।
بَابُ حَضِّ الإِمَامِ فِي خُطْبَتِهِ عَلَى الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ وَهُوَ قَائِمٌ عَلَى الْمِنْبَرِ: مَنْ جَاءَ مِنْكُمُ الْجُمُعَةَ فَلْيَغْتَسِلْ ، قَالَ أَبُو عَبْد الرَّحْمَنِ: مَا أَعْلَمُ أَحَدًا تَابَعَ اللَّيْثَ عَلَى هَذَا الْإِسْنَادِ، غَيْرَ ابْنِ جُرَيْجٍ وَأَصْحَابُ الزُّهْرِيِّ، يَقُولُونَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ بَدَلَ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ.
تخریج دارالدعوہ: صحیح مسلم/الجمعة (۸۴۴)، سنن الترمذی/الصلاة ۲۳۸ (۴۹۳)، (تحفة الأشراف: ۷۲۷۰)، مسند احمد ۲/۱۲۰، ۱۴۹ (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1408 - صحيح
The Imam Urging Ghusl During His Khutbah On Friday
It was narrated from 'Abdullah bin 'Abdullah (from 'Abdullah) Ibn 'Umar that: While he was standing on the minbar, the Messenger of Allah (ﷺ) said: Whoever among you comes (to prayer) on a Friday, let him perform ghusl.