পরিচ্ছেদঃ ৬৫: তাশাহ্হুদের পর আর এক প্রকার যিকর
১৩১১. ’আমর ইবনু ’আলী (রহ.) ..... জাবির (রাঃ) হতে বর্ণিত*, রাসূলুল্লাহ (সা.) সালাতে তাশাহহুদের পর বলতেন-
“আহসানুল কালা-মি কালা-মুল্ল-হি ওয়া আহসানুল হাদয়ি হাদয়ু মুহাম্মাদ সল্লাল্ল-হু আলায়হি ওয়াসাল্লাম” (সর্বোত্তম বাণী হলো আল্লাহর বাণী আর সর্বোত্তম হিদায়াত [চলার পথ] হলো মুহাম্মাদ -এর হিদায়াত)।
* এ হাদিসে কোন এক বর্ণনাকারীর পক্ষ হতে “ফী খুতবাতিহী” এর পরিবর্তে “ফী সালা-তিহী” হয়ে গেছে। রসুলুল্লাহ (সা.) খুতবাতুল হাজাতে এমনটি বলতেন যা মুসনাদে আহমাদে ও মুসলিম-এর বর্ণনায় এসেছে। যেমনটি ইমাম ইবনে রজব ও শায়খ আলবানী বলেছেন।
نَوْعٌ آخَرُ مِنْ الذِّكْرِ بَعْدَ التَّشَهُّدِ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي صَلَاتِهِ بَعْدَ التَّشَهُّدِ: أَحْسَنُ الْكَلَامِ كَلَامُ اللَّهِ، وَأَحْسَنُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
تخریج دارالدعوہ: تفرد بہ النسائي، (تحفة الأشراف: ۲۶۱۸) (صحیح)
صحيح وضعيف سنن النسائي الألباني: حديث نمبر 1312 - صحيح الإسناد
65. Another Kind Of Remembrance After The Tashahhud
It was narrated from Jabir that: The Messenger of Allah (ﷺ) used to say in his prayer, after the tashahhud: The best of word is the word of Allah (SWT) and the best of guidance is the guidance of Muhammad (ﷺ).