পরিচ্ছেদঃ ৯৮. যিম্মীর হাঁচির জবাব কিরূপে দেবে?
৪৯৫৪. উছমান ইবন আবূ শায়বা (রহঃ) ...... আবূ বুরদা (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ ইয়াহূদীরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এ জন্য হাঁচি দিত যে, যাতে এর জবাবে তিনি বলেনঃ আল্লাহ্ তোমাদের উপর রহম করুন! কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ আল্লাহ্ তোমাদের হিদায়াত দান করুন এবং তোমাদের দিলকে পরিষ্কার করে দিন।
باب كَيْفَ يُشَمَّتُ الذِّمِّيُّ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَكِيمِ بْنِ الدَّيْلَمِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَتِ الْيَهُودُ تَعَاطَسُ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجَاءَ أَنْ يَقُولَ لَهَا يَرْحَمُكُمُ اللَّهُ فَكَانَ يَقُولُ " يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ " .
Narrated AbuBurdah:
The Jews used to try to sneezes in the presence of the Prophet (ﷺ) hoping that he would say to them: "Allah have mercy on you!" but he would say: May Allah guide you and grant you well-being!