পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৫৮(১). আবদুস সামাদ ইবনে আলী (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ইমামদের কিরাআতের জট খুলে দিতাম।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ عَلِيٍّ ، ثَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسٍ الصَّوَّافُ أَنَا يَحْيَى بْنُ غَيْلَانَ أَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَزِيعٍ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ : كُنَّا نَفْتَحُ عَلَى الَائِمَّةِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৫৯(২). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি ইমামের (কিরাআতের জট) খুলে দিলো সে (নামাযের মধ্যে) কথা বলল।
মুহাম্মাদ ইবনে সালেম (রহঃ) প্রত্যাখ্যাত রাবী।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ الَابَّارُ عَنْ مُحَمَّدِ بْنِ سَالِمٍ عَنِ الشَّعْبِيِّ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ : مَنْ فَتَحَ عَلَى الْإِمَامِ فَقَدْ تَكَلَّمَ . مُحَمَّدُ بْنُ سَالِمٍ مَتْرُوكٌ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬০(৩). আহমাদ ইবনে ইসহাক ইবনে বাহলুল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এটা কথা বলার শামিল অর্থাৎ ইমামের কিরাআত বলে দেয়া।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ بْنِ الْبُهْلُولِ ، ثَنَا عَبَّادُ بْنُ يَعْقُوبَ ، ثَنَا شَرِيكٌ عَنْ أَبِي إِسْحَاقَ عَنِ الْحَارِثِ عَنْ عَلِيٍّ قَالَ : هُوَ كَلَامٌ. يَعْنِي الْفَتْحَ عَلَى الْإِمَامِ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬১(৪)। আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ইমাম তোমাদের নিকট খাবার চাইলে তোমরা তাকে খাবার দাও (তার কিরাআতের জট খুলে দাও)।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، ثَنَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، ثَنَا أَبُو حَفْصٍ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ قَالَ : أُرَاهُ عَنْ عَلِيٍّ ، قَالَ : إِذَا اسْتَطْعَمَكُمُ الْإِمَامُ فَأَطْعِمُوهُ
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬২(৫). আলী ইবনে আবদুল্লাহ ইবনে মুবাশশির (রহঃ) ... উবাই ইবনে কা’ব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায পড়লেন। তিনি (তাতে) একটি সূরা পড়েন এবং একটি আয়াত বাদ পড়ে যায়। তিনি নামায শেষ করলে পর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! অমুক অমুক আয়াত কি রহিত (মনসূখ) হয়েছে। তিনি বলেনঃ না। আমি বললাম, আপনি অমুক আয়াত পড়েননি। তিনি বলেনঃ তোমরা আমাকে স্মরণ করিয়ে দাওনি কেন?
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ ، ثَنَا أَحْمَدُ بْنُ سِنَانٍ ، ثَنَا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ، ثَنَا عُمَرُ بْنُ نَجِيحٍ ، ثَنَا أَبُو مُعَاذٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أُبَيِ بْنِ كَعْبٍ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صَلَاةً فَقَرَأَ سُورَةً فَأَسْقَطَ آيَةً مِنْهَا فَلَمَّا فَرَغَ قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ آيَةُ كَذَا وَكَذَا أَنُسِخَتْ قَالَ : " لَا " . قُلْتُ فَإِنَّكَ لَمْ تَقْرَأْهَا . قَالَ : " أَفَلَا لَقَّنْتَنِيهَا
পরিচ্ছেদঃ ৬৮. ইমাম কিরাআত পড়তে আটকে গেলে মোক্তাদী তাকে স্মরণ করিয়ে দিবে
১৪৬৩(৬). ইবনে মানী’ (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর সাহাবীগণ নামাযের মধ্যে একে অপরকে (ইমামের) কিরাআত স্মরণ করিয়ে দিতেন।
بَابُ تَلْقِينِ الْمَأْمُومِ لإِمَامِهِ إِذَا وَقَفَ فِي قِرَاءَتِهِ
حَدَّثَنِي ابْنُ مَنِيعٍ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ثَنَا جَارِيَةُ بْنُ هَرِمٍ ، ثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ عَنْ أَنَسٍ قَالَ : كَانَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يُلَقِّنُ بَعْضُهُمْ بَعْضًا فِي الصَّلَاةِ