পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৮৮(১). আবু আবদুল্লাহ ইবনুল মাহদী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পরিবারের এক মহিলাকে দেখলেন যে, তিনি নামাযে তার নাক মাটিতে স্থাপন করেননি। তিনি বললেন, এ কি? তোমার নাক মাটিতে স্থাপন করো। কেননা যে ব্যক্তি নামাযে তার কপালের সাথে তার নাক মাটিতে স্থান করে না তার নামায হয় না।
নাশিব (রহঃ) হাদীসশাস্ত্রে দুর্বল। আর উরওয়া (রহঃ) থেকে মুকাতিলের বর্ণনা সহীহ নয়।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا أَبُو عَبْدِ اللَّهِ بْنُ الْمُهْتَدِي ، ثَنَا الْحَسَنُ بْنُ عَلِيِّ بْنِ خَلَفٍ الدِّمَشْقِيُّ ، ح : وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ سَعِيدٍ الْهَمْدَانِيُّ ، ثَنَا أَبُو عَبْدِ الْمَلِكِ أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ بِدِمَشْقَ ، قَالَا : نَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، نَا نَاشِبُ بْنُ عَمْرٍو الشَّيْبَانِيُّ ، ثَنَا مُقَاتِلُ بْنُ حَيَّانَ ، عَنْ عُرْوَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : أَبْصَرَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - امْرَأَةً مِنْ أَهْلِهِ ، تُصَلِّي وَلَا تَضَعُ أَنْفَهَا بِالْأَرْضِ ، فَقَالَ : " يَا هَذِهِ ، ضَعِي أَنْفَكِ بِالْأَرْضِ ؛ فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَضَعْ أَنْفَهُ بِالْأَرْضِ مَعَ جَبْهَتِهِ فِي الصَّلَاةِ " . نَاشِبٌ ضَعِيفٌ ، وَلَا يَصِحُّ مُقَاتِلٌ عَنْ عُرْوَةَ
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৮৯(২). আবদুল্লাহ ইবনে সুলায়মান ইবনুল আশ’আছ (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি (নামাযে) তার নাক মাটিতে স্থাপন করে না তার নামায হয় না।
এই হাদীস অন্যান্যরা শো’বা-আসেম-ইকরিমা (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণনা করেছেন।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
ثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الْأَشْعَثِ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ ، حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ ، ثَنَا شُعْبَةُ ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ : " لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَضَعْ أَنْفَهُ عَلَى الْأَرْضِ " . رَوَاهُ غَيْرُهُ عَنْ شُعْبَةَ ، عَنْ عَاصِمٍ ، عَنْ عِكْرِمَةَ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৯০(৩). আবদুল্লাহ ইবনে সুলায়মান (রহঃ) ... ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নামাযে তার নাক মাটিতে স্থাপন করছে না দেখে বললেনঃ যে ব্যক্তি তার কপাল মাটিতে স্থাপন করেছে কিন্তু নাক স্থাপন করেনি তার নামায হয়নি।
আবু বাকর (রহঃ) আমাদের বলেন, এই হাদীস সুফিয়ান ও শো’বা (রহঃ) থেকে আবু কুতায়বা ব্যতীত অপর কেউ মুসনাদ সূত্রে বর্ণনা করেননি। এই হাদীস আসেম (রহঃ)-ইকরামা (রহঃ) সূত্রে মুরসালরূপে বর্ণিত হয়েছে। এটিই সহীহ।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ ، ثَنَا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ ، ثَنَا أَبُو قُتَيْبَةَ ، ثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ ، ثَنَا عَاصِمٌ الْأَحْوَلُ ، عَنْ عِكْرِمَةَ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : وَرَأَى رَجُلًا يُصَلِّي ، مَا يُصِيبُ أَنْفَهُ مِنَ الْأَرْضِ - فَقَالَ : " لَا صَلَاةَ لِمَنْ لَا يُصِيبُ أَنْفَهُ مِنَ الْأَرْضِ مَا يُصِيبُ الْجَبِينَ " . قَالَ لَنَا أَبُو بَكْرٍ : لَمْ يُسْنِدْهُ عَنْ سُفْيَانَ وَشُعْبَةَ إِلَّا أَبُو قُتَيْبَةَ ، وَالصَّوَابُ : عَنْ عَاصِمٍ ، عَنْ عِكْرِمَةَ مُرْسَلًا
পরিচ্ছেদঃ ৪৩. (সিজদায়) কপাল ও নাক (মাটিতে) রাখা আবশ্যক
১২৯১(৪)। ইয়াকূব ইবনে ইবরাহীম আল-বায্যায (রহঃ) ... আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওয়াহব ইবনে কায়সান (রহঃ)-কে বললাম, হে আবু নুআইম! আপনার কী হয়েছে? আপনি আপনার কপাল ও নাক মাটিতে স্থাপন করেন না কেন? তিনি বলেন, কারণ আমি জাবের ইবনে আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার কপালের উপরিভাগ দ্বারা কেশগুচ্ছের উপর সিজদা করতে দেখেছি।
এই হাদীস কেবল আবদুল আযীয ইবনে উবায়দুল্লাহ একাই ওয়াহব (রহঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি শক্তিশালী রাবী নন।
بَابُ وُجُوبِ وَضْعِ الْجَبْهَةِ وَالْأَنْفِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الْبَزَّازُ ، وَجَمَاعَةٌ ، قَالُوا : ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، ثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُبَيْدِ اللَّهِ ، قَالَ : قُلْتُ لِوَهْبِ بْنِ كَيْسَانَ : يَا أَبَا نُعَيْمٍ ، مَا لَكَ لَا تُمَكِّنُ جَبْهَتَكَ وَأَنْفَكَ مِنَ الْأَرْضِ ؟ قَالَ : ذَلِكَ أَنِّي سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ، يَقُولُ : رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَسْجُدُ بِأَعْلَى جَبْهَتِهِ عَلَى قِصَاصِ الشَّعَرِ . تَفَرَّدَ بِهِ عَبْدُ الْعَزِيزِ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ وَهْبٍ ، وَلَيْسَ بِالْقَوِيِّ