পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৪(১). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা ইবনে আবু হায়্যা (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা লোকজন কুবার মসজিদে ফজরের নামাযরত অবস্থায় ছিল। তখন এক ব্যক্তি এসে বলল, নিশ্চয়ই আজ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন নাযিল হয়েছে এবং তাঁকে কা’বার দিকে ফিরে নামায পড়ার নির্দেশ দেয়া হয়েছে। অতএব শোন! তোমরাও কাবার দিকে ঘুরে যাও। তখন লোকজনের মুখমণ্ডল সিরিয়ার (বায়তুল মাকদিসের) দিকে ছিল। অতএব তারা তৎক্ষণাৎ কা’বার দিকে ঘুরে গেল।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
نَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى بْنِ أَبِي حَيَّةَ - إِمْلَاءً - ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، نَا صَالِحُ بْنُ قُدَامَةَ أَبُو مُحَمَّدٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : " بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ الصُّبْحِ فِي قُبَاءَ ، إِذْ جَاءَهُمْ رَجُلٌ ، فَقَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ ، وَأَمَرَهُ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ ، أَلَا فَاسْتَقْبِلُوهَا . وَكَانَتْ وُجُوهُ النَّاسِ إِلَى الشَّامِ ، فَاسْتَدَارُوا مُوَجِّهِينَ إِلَى الْكَعْبَةِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৫(২). আবদুল ওয়াহ্হাব ইবনে ঈসা (রহঃ) ... আল-বারাআ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় আগমন করার পর থেকে ষোল মাস আমরা বায়তুল মাকদিসের দিকে ফিরে নামায পড়েছি। তারপর আল্লাহ তায়ালা তাঁর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আকাঙ্ক্ষা জানলেন, তখন নাযিল হলো, “তোমার বারবার আকাশের দিকে তাকানোকে আমি অবশ্যই লক্ষ্য করি। সুতরাং তোমাকে অবশ্যই এমন কিবলার দিকে ফিরিয়ে দিচ্ছি যা তুমি পছন্দ করো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখ ফিরাও” (সূরা আল-বাকারাঃ ১৪৪)। অতএব তিনি তাঁকে কা’বার দিকে মুখ ফিরানোর নির্দেশ দেন। আমরা বাইতুল মাকদিসের দিকে ফিরে নামায পড়ছিলাম, তখন এক ব্যক্তি আমাদের পাশ দিয়ে যাচ্ছিল। সে বলল, নিশ্চয়ই তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাঁর মুখমণ্ডল ঘুরিয়েছেন। অতএব আমরা তৎক্ষণাৎ কা’বার দিকে ঘুরে গেলাম এবং ততক্ষণে আমরা দুই রাকআত নামায পড়েছি।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عِيسَى ، نَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ مُحَمَّدُ بْنُ يَزِيدَ ، نَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ ، ثَنَا أَبُو إِسْحَاقَ ، عَنِ الْبَرَاءِ ، قَالَ : " صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - بَعْدَ قُدُومِهِ الْمَدِينَةَ سِتَّةَ عَشَرَ شَهْرًا نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، ثُمَّ عَلِمَ اللَّهُ سُبْحَانَهُ هَوَى نَبِيِّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، فَنَزَلَتْ ( قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ ) [ الْبَقَرَةِ : 144 ] فَأَمَرَهُ أَنْ يُوَلِّيَ إِلَى الْكَعْبَةِ ، وَمَرَّ عَلَيْنَا رَجُلٌ وَنَحْنُ نُصَلِّي نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ ، فَقَالَ : إِنَّ نَبِيَّكُمْ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَدْ حَوَّلَ وَجْهَهُ إِلَى الْكَعْبَةِ ، فَتَوَجَّهْنَا إِلَى الْكَعْبَةِ ، وَقَدْ صَلَّيْنَا رَكْعَتَيْنِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৬(৩). আবু মুহাম্মাদ ইবনে সায়েদ (রহঃ) ... আনাস ইবনে মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘোষক এসে ঘোষণা দিলেন, নিশ্চয়ই কিবলা কা’বার দিকে পরিবর্তন করা হয়েছে। ইমাম তখন নামাযরত ছিলেন এবং ততক্ষণে দুই রাকআত নামায পড়েছেন। ঘোষক বললেন, কিবলা কা’বার দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে। অতএব লোকজন অবশিষ্ট দুই রাআত কা’বার দিকে মুখ করে পড়েন।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ ، ثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الصَّفَّارُ ، نَا زَيْدُ بْنُ الْحُبَابِ ، نَا جَمِيلُ بْنُ عُبَيْدٍ أَبُو النَّضْرِ الطَّائِيُّ ، نَا ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ ، عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " جَاءَ مُنَادِي رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : إِنَّ الْقِبْلَةَ قَدْ حُوِّلَتْ إِلَى الْكَعْبَةِ . وَالْإِمَامُ فِي الصَّلَاةِ قَدْ صَلَّى رَكْعَتَيْنِ ، فَقَالَ الْمُنَادِي : قَدْ حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ؛ فَصَلَّوْا الرَّكْعَتَيْنِ الْبَاقِيَتَيْنِ إِلَى الْكَعْبَةِ
পরিচ্ছেদঃ ১৭. কাবা ঘরের দিকে ফিরে যাওয়া এবং নামাযের যে কোন পর্যায়ে কিবলার দিকে মোড় নেয়া বৈধ
১০৪৭(৪). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... সাহল ইবন সা’দ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, কা’বার দিকে কিবলা পরিবর্তিত হওয়ার পর এক ব্যক্তি কুবাবাসীদের নিকট দিয়ে যাচ্ছিল। তখন তারা নামাযরত ছিল। লোকটি তাদের বলল, অবশ্যই কা’বার দিকে কিবলা পরিবর্তন করা হয়েছে। অতএব তারা তৎক্ষণাৎ কা’বার দিকে ফিরে গেল।
بَابُ التَّحْوِيلِ إِلَى الْكَعْبَةِ وَجَوَازِ اسْتِقْبَالِ الْقِبْلَةِ فِي بَعْضِ الصَّلَاةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، نَا أَبُو الْأَزْهَرِ ، نَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى ، ثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَفْصٍ ، عَنْ أَبِي حَازِمٍ ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، قَالَ : لَمَّا حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ، مَرَّ رَجُلٌ بِأَهْلِ قُبَاءٍ وَهُمْ يُصَلُّونَ ، فَقَالَ لَهُمْ : قَدْ حُوِّلَتِ الْقِبْلَةُ إِلَى الْكَعْبَةِ ؛ فَاسْتَدَارُوا وَإِمَامُهُمْ نَحْوَ الْكَعْبَةِ