পরিচ্ছেদঃ ৬. যে স্থানে নামায পড়া জায়েয এবং যে স্থানে প্রতিনিধিত্ব করা জায়েয
৮৫৬(১). আবু শায়বা আবদুল আযীয ইবনে জাফার আল-খাওয়ারিযমী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগানের ময়লা-আবর্জনা ফেলার স্থান সম্পর্কে বলেনঃ স্থানটি তিনবার পানি দিয়ে পরিষ্কার করলে সেখানে নামায পড়তে পারো।
بَابُ بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ فِيهِ الصَّلَاةُ ، وَمَا يَجُوزُ فِيهِ مِنَ الثِّيَابِ
حَدَّثَنَا أَبُو شَيْبَةَ عَبْدُ الْعَزِيزِ بْنُ جَعْفَرٍ الْخُوَارِزْمِيُّ ، ثَنَا الْحَسَنُ بْنُ عَرَفَةَ ، نَا أَبُو حَفْصٍ الْأَبَّارُ ، عَنْ أَبَانَ بْنِ أَبِي عَيَّاشٍ ، عَنْ مُجَاهِدٍ ، عَنِ ابْنِ عُمَرَ ، عَنِ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فِي الْحَائِطِ تُلْقَى فِيهِ الْعَذِرَةُ وَالنَّتَنُ ؟ قَالَ : " إِذَا سُقِيَ ثَلَاثَ مَرَّاتٍ ، فَصَلِّ فِيهِ
পরিচ্ছেদঃ ৬. যে স্থানে নামায পড়া জায়েয এবং যে স্থানে প্রতিনিধিত্ব করা জায়েয
৮৫৭(২). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদিসাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তার নিকট বাগানের যে স্থানে ময়লা-আবর্জনা ও গোবর ফেলা হয় সেই স্থান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সেখানে কি নামায পড়া যাবে? তিনি বলেন, তিনবার পানি ঢেলে ধৌত করলে সেখানে নামায পড়তে পারো।
এই হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য হিসেবেও বর্ণিত হয়েছে। উভয় সনদে মতানৈক্য আছে। আল্লাহই অধিক জ্ঞাত।
بَابُ بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ فِيهِ الصَّلَاةُ ، وَمَا يَجُوزُ فِيهِ مِنَ الثِّيَابِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، نَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، نَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ أَبَانَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهُ سُئِلَ عَنْ هَذِهِ الْحِيطَانِ الَّتِي تُلْقَى فِيهَا هَذِهِ الْعَذِرَاتُ وَهَذَا الزِّبْلُ ، أَيُصَلَّى فِيهَا ؟ قَالَ : " إِذَا سُقِيَتْ ثَلَاثَ مَرَّاتٍ فَصَلِّ فِيهَا " وَرَفَعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، اخْتَلَفَا فِي الْإِسْنَادِ ، وَاللَّهُ أَعْلَمُ
পরিচ্ছেদঃ ৬. যে স্থানে নামায পড়া জায়েয এবং যে স্থানে প্রতিনিধিত্ব করা জায়েয
৮৫৮(৩). আবদুল্লাহ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল আযীয (রহঃ) ... আসমা বিনতে আবু বাকর (রাঃ) হাজ্জাজকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমোণ করালেন। তিনি সেই রক্ত আমার ছেলেকে দিলেন এবং সে তা পান করলো। অতঃপর তাঁর নিকট জিবরাঈল (আ.) এসে তাঁকে বিষয়টি অবহিত করলেন। তিনি বলেনঃ তুমি এ কি করেছো? তিনি বললেন, আমি আপনার রক্ত ফেলে দেয়া অপছন্দ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না এবং তিনি তার মাথা মসেহ করে দিলেন আর বললেনঃ লোকেরা তোমার সম্পর্কে সতর্ক থাকুক এবং তুমিও লোকদের সম্পর্কে সতর্ক থাকো।
بَابُ بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ فِيهِ الصَّلَاةُ ، وَمَا يَجُوزُ فِيهِ مِنَ الثِّيَابِ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ ، نَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ ، ثَنَا عَلِيُّ بْنُ مُجَاهِدٍ ، ثَنَا رَبَاحٌ النُّوبِيُّ أَبُو مُحَمَّدٍ مَوْلَى آلِ الزُّبَيْرِ ، قَالَ : سَمِعْتُ أَسْمَاءَ بِنْتَ أَبِي بَكْرٍ تَقُولُ لِلْحَجَّاجِ : إِنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - احْتَجَمَ ، فَدَفَعَ دَمَهُ إِلَى ابْنِي فَشَرِبَهُ ، فَأَتَاهُ جِبْرِيلُ - عَلَيْهِ السَّلَامُ - فَأَخْبَرَهُ ، فَقَالَ : " مَا صَنَعْتَ ؟ " . قَالَ : كَرِهْتُ أَنْ أَصُبَّ دَمَكَ . فَقَالَ النَّبِيُّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا تَمَسَّكَ النَّارُ " . وَمَسَحَ عَلَى رَأْسِهِ ، وَقَالَ : " وَيْلٌ لِلنَّاسِ مِنْكَ ، وَوَيْلٌ لَكَ مِنَ النَّاسِ