৮৫৭

পরিচ্ছেদঃ ৬. যে স্থানে নামায পড়া জায়েয এবং যে স্থানে প্রতিনিধিত্ব করা জায়েয

৮৫৭(২). মুহাম্মাদ ইবনে নূহ আল-জুনদিসাপুরী (রহঃ) ... ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিত। তার নিকট বাগানের যে স্থানে ময়লা-আবর্জনা ও গোবর ফেলা হয় সেই স্থান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, সেখানে কি নামায পড়া যাবে? তিনি বলেন, তিনবার পানি ঢেলে ধৌত করলে সেখানে নামায পড়তে পারো।

এই হাদীস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্য হিসেবেও বর্ণিত হয়েছে। উভয় সনদে মতানৈক্য আছে। আল্লাহই অধিক জ্ঞাত।

بَابُ بَيَانِ الْمَوْضِعِ الَّذِي يَجُوزُ فِيهِ الصَّلَاةُ ، وَمَا يَجُوزُ فِيهِ مِنَ الثِّيَابِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُوحٍ الْجُنْدَيْسَابُورِيُّ ، نَا هَارُونُ بْنُ إِسْحَاقَ ، نَا ابْنُ فُضَيْلٍ ، عَنْ أَبَانَ ، عَنْ نَافِعٍ ، عَنِ ابْنِ عُمَرَ ؛ أَنَّهُ سُئِلَ عَنْ هَذِهِ الْحِيطَانِ الَّتِي تُلْقَى فِيهَا هَذِهِ الْعَذِرَاتُ وَهَذَا الزِّبْلُ ، أَيُصَلَّى فِيهَا ؟ قَالَ : " إِذَا سُقِيَتْ ثَلَاثَ مَرَّاتٍ فَصَلِّ فِيهَا " وَرَفَعَ ذَلِكَ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، اخْتَلَفَا فِي الْإِسْنَادِ ، وَاللَّهُ أَعْلَمُ

حدثنا محمد بن نوح الجنديسابوري ، نا هارون بن اسحاق ، نا ابن فضيل ، عن ابان ، عن نافع ، عن ابن عمر ؛ انه سىل عن هذه الحيطان التي تلقى فيها هذه العذرات وهذا الزبل ، ايصلى فيها ؟ قال : " اذا سقيت ثلاث مرات فصل فيها " ورفع ذلك الى النبي - صلى الله عليه وسلم - ، اختلفا في الاسناد ، والله اعلم

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
২. ঋতুস্রাব (كتاب الحيض)