পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা
৮৮(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি নিজ পরিবারের লোকদেরকে মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করার নির্দেশ দিতেন।
بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ
نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا إِبْرَاهِيمُ بْنُ مُجَشِّرٍ ، نَا هُشَيْمٌ ، نَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسٍ ، عَنْ جَرِيرٍ : أَنَّهُ كَانَ يَأْمُرُ أَهْلَهُ أَنْ يَتَوَضَّئُوا بِفَضْلِ السِّوَاكِ
পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা
৮৯(২). আল-হুসায়ন (রহঃ) ... কায়েস (রহঃ) বলেন, জারীর (রাঃ) যে পানিতে তার মেসওয়াক ডুবাতেন সেই পানি সম্পর্কে তার পরিবারের লোকজনকে বলতেন, এই পানি দ্বারা তোমরা উযু করো। এই হাদীসের সনদ সহীহ।
بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ
نَا الْحُسَيْنُ ، نَا حَفْصُ بْنُ عَمْرٍو ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، نَا إِسْمَاعِيلُ ، ثَنَا قَيْسٌ ، قَالَ : كَانَ جَرِيرٌ يَقُولُ لِأَهْلِهِ : تَوَضَّئُوا مِنْ هَذَا الَّذِي أُدْخِلُ فِيهِ سِوَاكِي . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ
পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা
৯০(৩). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হাসান-আদ-দাব্বী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযুর অবশিষ্ট পানি দিয়ে মেসওয়াক করতেন।
بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ
نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَسَّانَ الضَّبِّيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ شَاذَانُ ، نَا سَعْدُ بْنُ الصَّلْتِ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَسْتَاكُ بِفَضْلِ وَضُوئِهِ
পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা
৯১(৪)। ইবনে আবু হাইয়া (রহঃ) ... আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযুর অবশিষ্ট পানি দিয়ে মেসওয়াক করতেন।
بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ
نَا ابْنُ أَبِي حَيَّةَ ، نَا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْرَائِيلَ ، نَا يُوسُفُ بْنُ خَالِدٍ ، نَا الْأَعْمَشُ ، عَنْ أَنَسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَسْتَاكُ بِفَضْلِ وَضُوئِهِ