পরিচ্ছেদঃ ৩. ন্যায়ের সীমালঙ্ঘনকারী বিদ্রোহীদের সাথে যুদ্ধ - মুসলিমদের উপর অস্ত্ৰ উত্তোলন করার ব্যাপারে সতর্কীকরণ
১১৯২। ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত; তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের উপরে (কোন মুসলিমের উপরে) অস্ত্ৰ উত্তোলন করবে সে আমাদের দলভুক্ত নয়।[1]
[1] বুখারী ৭০৭০, মুসলিম ৯৮, নাসায়ী ৪১০০, ইবনু মাজাহ ২৫৭৬, আহমাদ ৪৫৫৩, ৪৬৩৫, ৫১২৭, ৬২৪১।
عَنْ اِبْنِ عُمَرَ رِضَيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ, فَلَيْسَ مِنَّا». مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح رواه البخاري (6874)، ومسلم (98)
عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله - صلى الله عليه وسلم: «من حمل علينا السلاح, فليس منا». متفق عليه
-
صحيح رواه البخاري (6874)، ومسلم (98)
Ibn 'Umar (RAA) narrated that The Messenger of Allah (ﷺ) said:
“Whoever carries arms against us, is not one of us.” Agreed upon.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৯ঃ অপরাধ প্রসঙ্গ (كتاب الجنايات) 9/ Crimes (Qisas or Retaliation)