পরিচ্ছেদঃ ১৩. ভীতিকর অবস্থার সময় সালাত - ভয়ের সালাতে সাহ্উ-সিজদা নেই
৪৮৪. ইবনু উমার (রাঃ) কর্তৃক মারফূ’ সূত্রে বর্ণিত হয়েছে, ভয়ের সালাতে সাহউ সিজদা নেই। দারাকুৎনী দুর্বল সানাদে।[1]
[1] দারাকুতনী ২/৫৮/১। ইবনু আদী তাঁর আল কামিল ফি যুআফা (৭/১২) গ্রন্থে বলেন, এর সানাদে আবদুল হামীদ বিন আস সিররী রয়েছেন যিনি মাজহুল বর্ণনাকারীদের অন্তর্ভুক্ত। ইমাম যাহাবী তাঁর মীযানুল ইতিদাল (২/১১৮) গ্রন্থে বলেন, আস সিররী বিন আবদুল হামীদ মাতরূকুল হাদীস। আবদুল্লাহ ইবনু মাস’উদ থেকে একই হাদীস এসেছে। যেটিকে তিনি একই গ্রন্থে (২/৫৪১) একে মুনকার বলেছেন। ইমাম সুয়ূতী তাঁর আল জামেউস সগীর (৭৬৪৪) গ্রন্থে উক্ত দু’টি বর্ণনাকেই দুর্বল বলেছেন। শাইখ আলবানী যঈফুল জামে (৪৯১১), সিলসিলা যাঈফা (৪৩৯৪) গ্রন্থে একে দুর্বল বলেছেন।
وَعَنْهُ مَرْفُوعًا: «لَيْسَ فِي صَلَاةِ الْخَوْفِ سَهْوٌ». أَخْرَجَهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ
-
ضعيف. رواه الدارقطني (2/ 58/1) وضعفه
وعنه مرفوعا: «ليس في صلاة الخوف سهو». اخرجه الدارقطني باسناد ضعيف
-
ضعيف. رواه الدارقطني (2/ 58/1) وضعفه
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة) 2/ The Book of Prayer