পরিচ্ছেদঃ ৬. মাসজিদ প্রসঙ্গ - প্রয়োজনে মসজিদে তাঁবু স্থাপন করা বৈধ
২৫৯. ’আয়িশা (রাঃ) থেকে বর্ণিত— তিনি বলেন, খন্দকের যুদ্ধে সা’দ (রাঃ)-এর (হাতের শিরা) যখম হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে (তাঁর জন্য) একটা তাঁবু স্থাপন করলেন, যাতে নিকট হতে তাঁর দেখাশুনা করতে পারেন।[1]
[1] বুখারী ৪৬৩, ২৮১৩, ৩৯০১, ৪১১৭, ৪১২২, মুসলিম ১৭৬৯, নাসায়ী ৭১০, আবূ দাউদ ৩১০১, আহমাদ ১৩৭৭৩, ২৪৫৭৩
وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - قَالَتْ: أُصِيبَ سَعْدٌ يَوْمَ الْخَنْدَقِ, فَضَرَبَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - خَيْمَةً فِي الْمَسْجِدِ, لِيَعُودَهُ مِنْ قَرِيبٍ. مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (463)، ومسلم (1769)
وعن عاىشة - رضي الله عنها - قالت: اصيب سعد يوم الخندق, فضرب عليه رسول الله - صلى الله عليه وسلم - خيمة في المسجد, ليعوده من قريب. متفق عليه
-
صحيح. رواه البخاري (463)، ومسلم (1769)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ২ঃ সালাত (كتاب الصلاة) 2/ The Book of Prayer