পরিচ্ছেদঃ মধ্যম ধরনের পোশাক পরা উত্তম। অকারণে শরয়ী উদ্দেশ্য বিনা এমন পোশাক পরা অনুত্তম, যা উপহাস্য হতে পারে
(৩৩৩৫) আমর ইবনে শুআইব স্বীয় পিতা হতে, তিনি স্বীয় দাদা হতে বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন যে, তাঁর বান্দার উপর তাঁর প্রদত্ত নেয়ামতের প্রভাব ও চিহ্ন দেখা যাক।
(তিরমিযী ২৮১৯, হাসান)
عَن عَمْروٍ بنِ شُعَيبٍ عَن أَبيهِ عَن جَدِّهِ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ إنَّ اللهَ يُحِبُّ أنْ يُرَى أثَرُ نِعْمَتِهِ عَلَى عَبْدِهِ رواه الترمذي وقال حديث حسن
عن عمرو بن شعيب عن ابيه عن جده قال: قال رسول الله ﷺ ان الله يحب ان يرى اثر نعمته على عبده رواه الترمذي وقال حديث حسن