হাদিসটি ইমেইলে পাঠাতে অনুগ্রহ করে নিচের ফর্মটি পুরন করুন
৩১২৬
পরিচ্ছেদঃ মশক ইত্যাদির মুখে মুখ লাগিয়ে পানি পান করা অপছন্দনীয়, তবে তা হারাম নয়
(৩১২৬) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশকের মুখে মুখ লাগিয়ে পানি পান করতে বারণ করেছেন।
(বুখারী ৫৬২৮, মুসলিম)
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ : نَهٰـى رَسُوْلُ اللهِ ﷺ أن يُشْرَبَ مِنْ فِيِّ السِّقَاءِ أَوِ الْقِرْبَةِ متفق عَلَيْهِ