পরিচ্ছেদঃ এক সাথে খাওয়ার বরকত
(৩১০২) অহশী ইবনে হারব (রাঃ) হতে বর্ণিত, সাহাবাগণ নিবেদন করলেন, ’হে আল্লাহর রসূল! আমরা খাই, কিন্তু যেন পেট ভরে না।’ তিনি বললেন, তাহলে হয়তো তোমরা আলাদা আলাদা খাও। তারা বললেন, ’জী হ্যাঁ।’ তিনি বললেন, তোমরা জামাআত বদ্ধভাবে ’বিসমিল্লাহ’ বলে আহার করো, তাহলে তাতে তোমাদের জন্য বরকত দান করা হবে।
عَن وَحْشِيِّ بنِ حَربٍ أَنَّ أَصحَابَ رَسُولِ اللهِ ﷺ قَالَوا : يَا رَسُوْلَ اللهِ إنَّا نَأكُلُ وَلاَ نَشْبَعُ ؟ قَالَ فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ قَالَوا : نَعَمْ قَالَ فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ، وَاذْكُرُوا اسْمَ اللهِ يُبَارَكْ لَكُمْ فِيهِ رواه أَبُو داود
পরিচ্ছেদঃ এক সাথে খাওয়ার বরকত
(৩১০৩) উমার বিন খাত্ত্বাব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক সাথে খাও এবং পৃথক পৃথক খেয়ো না। যেহেতু জামাআতের সাথে (খাবারে) বরকত আছে।
عَنْ عُمَرَ بْنِ الْـخَطَّابِ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ كُلُوا جَـمِيْعًا وَلاَ تَفَرَّقُوا فَإِنَّ الْبَرَكَةَ مَعَ الْجَمَاعَةِ
পরিচ্ছেদঃ এক সাথে খাওয়ার বরকত
(৩১০৪) জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় খাবার হল সেই খাবার, যার উপর অনেক হাত পড়ে।
عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ ﷺ أحَبُّ الطَّعَامِ إِلَى اللهِ مَا كَثُرَتْ عَلَيْهِ الْأيْدِيْ