পরিচ্ছেদঃ কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম
(৩০৯৪) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোন খাবারের দোষ বর্ণনা করেননি। ভাল লাগলে তিনি তা খেয়েছেন এবং খারাপ লাগলে তিনি তা ত্যাগ করেছেন।
وَعَنْ أَبِـيْ هُرَيْرَةَ قَالَ : مَا عَابَ رَسُوْلُ اللهِ ﷺ طَعَامًا قَطُّ إِنِ اشْتَهَاهُ أكَلَهُ وَإنْ كَرِهَهُ تَرَكَهُ متفقٌ عَلَيْهِ
পরিচ্ছেদঃ কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম
(৩০৯৫) জাবের (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের কাছে তরকারি চাইলেন। তারা বলল, ’আমাদের নিকট সিরকা ছাড়া আর কিছুই নেই।’ তিনি তাই চাইলেন এবং (তা দিয়ে) আহার করতে থাকলেন ও বলতে থাকলেন, সিরকা কতই না চমৎকার তরকারি। সিরকা কতই না ভাল ব্যঞ্জন।
وَعَن جَابِرٍ أَنَّ النَّبيَّ ﷺ سَأَلَ أهْلَهُ الأُدْمَ فَقَالَوا : مَا عِنْدَنَا إِلاَّ خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأكُلُ ويَقُولُ نِعْمَ الأُدْمُ الخَلُّ نِعْمَ الأُدْمُ الخَلُّ رواه مسلم