কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩০৯৫
পরিচ্ছেদঃ কোন খাবারের দোষত্রুটি বর্ণনা না করা এবং তার প্রশংসা করা উত্তম
(৩০৯৫) জাবের (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ পরিবারের কাছে তরকারি চাইলেন। তারা বলল, ’আমাদের নিকট সিরকা ছাড়া আর কিছুই নেই।’ তিনি তাই চাইলেন এবং (তা দিয়ে) আহার করতে থাকলেন ও বলতে থাকলেন, সিরকা কতই না চমৎকার তরকারি। সিরকা কতই না ভাল ব্যঞ্জন।
(মুসলিম ৫৪৭৩)
وَعَن جَابِرٍ أَنَّ النَّبيَّ ﷺ سَأَلَ أهْلَهُ الأُدْمَ فَقَالَوا : مَا عِنْدَنَا إِلاَّ خَلٌّ فَدَعَا بِهِ فَجَعَلَ يَأكُلُ ويَقُولُ نِعْمَ الأُدْمُ الخَلُّ نِعْمَ الأُدْمُ الخَلُّ رواه مسلم