পরিচ্ছেদঃ উপহার বিনিময়
(৩০৭২) আবূ হুরাইরা (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’’তোমরা উপহার বিনিময় কর, পারস্পরিক সম্প্রীতি লাভ করবে।’’ (বুখারীর আল-আদাবুল মুফরাদ ৫৯৪, আবূ য়্যা’লা ৬১৪৮, সহীহুল জামে’ ৩০০৪)
عَنِ أَبِـيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَهَادُوا تَحَابُّوا
পরিচ্ছেদঃ উপহার বিনিময়
(৩০৭৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে সুগন্ধি পেশ করা হবে, সে যেন তা ফিরিয়ে না দেয়। কারণ তা হালকা বহনযোগ্য সুবাস।
عَنِ أَبِـيْ هُرَيرَةَ قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ ﷺ مَنْ عُرِضَ عَلَيْهِ رَيْحَانٌ فَلَا يَرُدَّهُ فَإِنَّهُ خَفِيْفُ الْمَحْمِلِ طَيِّبُ الرِّيحِ رواه مسلم
পরিচ্ছেদঃ উপহার বিনিময়
(৩০৭৪) আনাস (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সুগন্ধি ফিরিয়ে দিতেন না।
وَعَنِ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبيَّ ﷺ كَانَ لَا يَرُدُّ الطِّيبَ رواه البخاري