পরিচ্ছেদঃ শাম দেশের মাহাত্ম্য

(২৯২১) যায়দ বিন সাবেত আনসারী (রাঃ) কর্তৃক বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শামের জন্য কতই না কল্যাণ! শামের জন্য কতই না কল্যাণ!’’ আমি বললাম (সাহাবাগণ বললেন), ’হে আল্লাহর রসূল! তা কেন?’ তিনি বললেন, ’’যেহেতু দয়াময় (আল্লাহ)র ফিরিশতা তার উপরে ডানা বিছিয়ে আছেন।

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ يَوْمًا حِينَ قَالَ طُوبَى لِلشَّامِ طُوبَى لِلشَّامِ قُلْتُ مَا بَالُ الشَّامِ؟ قَالَ الْمَلَائِكَةُ بَاسِطُو أَجْنِحَتِهَا عَلَى الشَّامِ

عن زيد بن ثابت قال بينما نحن عند رسول الله ﷺ يوما حين قال طوبى للشام طوبى للشام قلت ما بال الشام؟ قال الملاىكة باسطو اجنحتها على الشام

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল

পরিচ্ছেদঃ শাম দেশের মাহাত্ম্য

(২৯২২) ইবনে উমার (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! তুমি আমাদের শাম ও ইয়ামানে বরকত (প্রাচুর্য) দান কর। সকলে বলল, ’আর আমাদের নজদে?’ তিনি বললেন, ’’হে আল্লাহ! তুমি আমাদের শাম ও ইয়ামানে বরকত (প্রাচুর্য) দান কর। লোকেরা বলল, ’আর আমাদের নজদে?’ তিনি বললেন, ওখানে আছে ভূমিকম্প ও ফিতনাসমূহ এবং ওখান হতে শয়তানের শৃঙ্গ উদিত হবে।

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ النَّبِـيُّ ﷺ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا، قَالَ قَالَوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا وَفِي يَمَنِنَا، قَالَ قَالَوا وَفِي نَجْدِنَا قَالَ قَالَ هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ

عن ابن عمر قال قال النبـي ﷺ اللهم بارك لنا في شامنا وفي يمننا، قال قالوا وفي نجدنا قال قال اللهم بارك لنا في شامنا وفي يمننا، قال قالوا وفي نجدنا قال قال هناك الزلازل والفتن وبها يطلع قرن الشيطان

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল
দেখানো হচ্ছেঃ থেকে ২ পর্যন্ত, সর্বমোট ২ টি রেকর্ডের মধ্য থেকে