২৯২১

পরিচ্ছেদঃ শাম দেশের মাহাত্ম্য

(২৯২১) যায়দ বিন সাবেত আনসারী (রাঃ) কর্তৃক বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শামের জন্য কতই না কল্যাণ! শামের জন্য কতই না কল্যাণ!’’ আমি বললাম (সাহাবাগণ বললেন), ’হে আল্লাহর রসূল! তা কেন?’ তিনি বললেন, ’’যেহেতু দয়াময় (আল্লাহ)র ফিরিশতা তার উপরে ডানা বিছিয়ে আছেন।

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللهِ ﷺ يَوْمًا حِينَ قَالَ طُوبَى لِلشَّامِ طُوبَى لِلشَّامِ قُلْتُ مَا بَالُ الشَّامِ؟ قَالَ الْمَلَائِكَةُ بَاسِطُو أَجْنِحَتِهَا عَلَى الشَّامِ


হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ যায়দ ইবনু সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ