পরিচ্ছেদঃ নবী (ﷺ) এর চরিত্র
(২৭৫৩) আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ’নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র ছিল কুরআন।
(আহমাদ ২৪৬০১, ২৫৩০২, ২৫৮১৩, মুসলিম ১৭৭৩, এটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ)
عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ قَالَ سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ أَخْبِرِيْـنِـيْ عَنْ خُلُقِ رَسُوْلِ اللهِ ﷺ فَقَالَتْ كَانَ خُلُقُهُ الْقُرْآنَ
عن سعد بن هشام قال سالت عاىشة فقلت اخبريـنـي عن خلق رسول الله ﷺ فقالت كان خلقه القران
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল