পরিচ্ছেদঃ শিশুর নাম
(২৬৯৩) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আযযা অজাল্লার নিকট সবচেয়ে নিকৃষ্ট নাম হল শাহানশাহ।
عَنْ أَبِـىْ هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ ﷺ قَالَ إِنَّ أَخْنَعَ اسْمٍ عِنْدَ اللهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ
পরিচ্ছেদঃ শিশুর নাম
(২৬৯৪) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক এক সাহাবীর উপনাম ’আবুল হাকাম’ পরিবর্তন করে বলেছিলেন,
إِنَّ اللهَ هُوَ الْحَكَمُ وَإِلَيْهِ الْحُكْمُ فَلِمَ تُكْنَى أَبَا الْحَكَمِ
নিশ্চয় আল্লাহই ’হাকাম’ (বিচারক), সকল বিচার-ফায়সালা তাঁরই।
-
পরিচ্ছেদঃ শিশুর নাম
(২৬৯৫) এক জনের নাম বাররাহ (পুণ্যময়ী) রাখা হলে তিনি বলেন,
لاَ تُزَكُّوا أَنْفُسَكُمُ اللهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ سَمُّوهَا زَيْنَبَ
’’তোমরা আত্মপ্রশংসা করো না। কারণ আল্লাহই সম্যক জানেন তোমাদের মধ্যে পূণ্যময়ী কে এবং পাপময়ী কে। বরং ওর নাম যয়নাব রাখ।’’ (মুসলিম ৫৭৩৩, আল-আদাবুল মুফরাদ বুখারী, আবূ দাঊদ ৪৯৫৩, সিলসিলাহ সহীহাহ ২১০)
-