পরিচ্ছেদঃ নোংরাভোজী পশুকে সওয়ারী বানানো মকরূহ
যে হালাল পশু (উট, গরু ইত্যাদি) সাধারণতঃ মানুষের পায়খানা খায়, তার উপর সওয়ার হওয়া মকরূহ। এরূপ নোংরাভোজী উট যদি ঘাস খেতে লাগে (এবং নোংরা ভক্ষণ করা ত্যাগ করে) তাহলে তার মাংস পবিত্র হবে বিধায় মকরূহ থাকবে না।
(২৩৮৭)ইবনে উমার (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নোংরাভোজী উটনীর উপর চড়তে বারণ করেছেন। (আবূ দাঊদ ২৫৬০, বিশুদ্ধসূত্রে)
(প্রকাশ থাকে যে, এরূপ পশুর দুধ ও মাংস খাওয়ার ব্যাপারেও নিষেধাজ্ঞা এসেছে। (আবূ দাঊদ ৩৭৮৭, তিরমিযী ১৮২৪, ইবনে মাজাহ ৩১৮৯, বিশুদ্ধসূত্রে)
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنهُمَا قَالَ : نَهٰى رَسُوْلُ اللهِ ﷺ عَنِ الْـجَلاَّلَةِ فِي الْإبِلِ أَنْ يُّرْكَبَ عَلَيْهَا
وعن ابن عمر رضي الله عنهما قال : نهى رسول الله ﷺ عن الـجلالة في الابل ان يركب عليها
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী