পরিচ্ছেদঃ চাঁদাবাজি তোলাবাজি
(২৩৪১) রুওয়াইফি’ বিন সাবেত (রাঃ) বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, নিশ্চয়ই চাঁদাবাজ জাহান্নামে যাবে।
(আহমাদ ১৭০০১, ত্বাবারানী ৪৩৬৬, সিলসিলাহ সহীহাহ ৩৪০৫)
عن رُوَيْفِعِ بْنِ ثَابِتٍ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُوْلُ إِنَّ صَاحِبُ الْمَكْسِ فِي النَّارِ
عن رويفع بن ثابت قال : سمعت النبي ﷺ يقول ان صاحب المكس في النار
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ রুয়ায়ফি ইবন সাবিত (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২২/ নিষিদ্ধ কার্যাবলী