পরিচ্ছেদঃ ২০. তাহজ্জুদের সময় মিসওয়াক করা
৭০৮. হুযাইফা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তাহাজ্জুদের সালাতের জন্য উঠতেন তখন মিসওয়াক দ্বারা দাঁত মেজে মুখ পরিষ্কার করে নিতেন।[1]
[1] তাহক্বীক্ব: এর সনদ সহীহ। এটি বুখারী মুসলিমের হাদীস।
তাখরীজ: সহীহ বুখারী, ৮৮৯; সহীহ মুসলিম (৪৭), ২৫৫। আমরা এর তাখরজি পূর্ণ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১০৭২; দেখুন নাইলুল আওতার ১/১২৯।
তাখরীজ: সহীহ বুখারী, ৮৮৯; সহীহ মুসলিম (৪৭), ২৫৫। আমরা এর তাখরজি পূর্ণ করেছি সহীহ ইবনু হিব্বান নং ১০৭২; দেখুন নাইলুল আওতার ১/১২৯।
بَاب السِّوَاكِ عِنْدَ التَّهَجُّدِ
أَخْبَرَنَا سَعِيدُ بْنُ الرَّبِيعِ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ حُصَيْنٍ قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ عَنْ حُذَيْفَةَ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى التَّهَجُّدِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ
إسناده صحيح
اخبرنا سعيد بن الربيع حدثنا شعبة عن حصين قال سمعت ابا واىل عن حذيفة قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى التهجد يشوص فاه بالسواك
اسناده صحيح
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ হুযায়ফাহ ইবন আল-ইয়ামান (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারেমী (হাদিসবিডি)
১. পবিত্রতা অধ্যায় (كتاب الطهارة)